প্রবীণদের যত্নে আস্থার আবাসন
Standardization of Customer Expectation (SCE)
আবাসিক
সুবিধা ও সেবা প্রাপ্তির নিয়মাবলী
বয়স্কব্যক্তি যত্ন (প্রবীণ নিবাস) ও পুনর্বাসন কেন্দ্রের আবাসন সুবিধাবলী শুধুমাত্র নিম্নোক্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য
- ৫৫ বছরের
বেশি বয়সী প্রবীণ ব্যক্তি (যে কোন ধর্ম, বর্ণ, শ্রেণীর অন্তর্গত), কর্মজীবী/প্রবাসী সন্তানের পিতামাতা, ডিভোর্সি, সন্তান নেই এবং অবিবাহিত প্রবীণ ব্যক্তি, দীর্ঘস্থায়ী রোগ দ্বারা প্রভাবিত (লিভার/কিডনি/ডিমেনশিয়া/ পারকিনসন/ সিজোফ্রেনিয়া/অ্যালজাইমার্স/ নিউরো/আর্থ্রাইটিসের রোগী/ আধ্যাত্মিকভাবে অস্থির) অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা একাকীত্ব অনুভব করছেন তাদের বাড়িতে বা সাথে থাকতে অক্ষম ও বিশেষ ব্যক্তিদের জন্য।
- সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক, মানসিক অবস্থা, সামাজিক অবস্থা ও জীবনধারা মূল্যায়ন করে এবং সংযুক্ত সেবা তালিকা (কেয়ার ক্যাটালগ) স্বাক্ষর করে প্যাকেজ চূড়ান্ত করতে হবে।
- বসবাস ও সেবা গ্রহণের একটি খসড়া চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
প্রয়োজনীয়
কাগজপত্র
- প্রতিষ্ঠানে আবাসিক সেবা গ্রহণের জন্য নির্ধারিত আবেদন ফর্মটি (নিজ ও অভিভাবকের সম্পূর্ণ পূরণ করতে হবে।
- অভিভাবকের
ফর্ম পুরণের জন্য ৩ জন
স্থানীয় অভিভাবক প্রয়োজন হবে। এই অভিভাবক
তালিকার ১ নং ব্যক্তি
প্রধান অভিভাবক হিসাবে গণ্য হবে এবং
তার অনুপস্থিতে ২ নং ব্যক্তি
প্রধান অভিভাবক হিসেবে গণ্য হবে, বাকি
১ জন ব্যক্তি প্রতি
মাসে পর্যায়ক্রমে সেবা গ্রহীতার সাথে
দেখাশুনা বা খোঁজখবর নেওয়ার
জন্য অধিকার রাখবেন।
- এই ৩ জনের স্থানীয় অভিভাবক আত্মীয়/বন্ধু/রাষ্ট্রীয় উচ্চ মর্যাদার ব্যক্তি/শুভাকাংখী (নোটারি এগ্রিমেন্টের মাধ্যমে কাস্টাডিয়ান ল অনুযায়ী প্রয়োজনে জিডি করে) হবে, যারা এগ্রিমেন্ট স্বাক্ষর করবেন। উপরোক্ত অভিভাবকের অভাবে অ্যাক্রো প্রবীণ নিবাসকে অভিভাবক করা যাবে।
- বিদেশে
অবস্থানরত কোন ব্যক্তি অভিভাবক
তালিকার অভিভাবক হিসাবে গণ্য হতে পারবেন
না। তবে পরিবারের বিবরণে
পারিবারিক সদস্যদের পূর্ণ বিবরণ ও স্বাক্ষর থাকতে
হবে।
- সরবরাহকৃত
খসড়া চুক্তিপত্রে স্বাক্ষর করে জমা দিতে
হবে। পরবর্তীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।
- সম্প্রতি
তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি (২
কপি প্রবীণ ব্যক্তি + ২ কপি প্রত্যেক
অভিভাবকের) ছবি প্রদান করতে
হবে।
- জাতীয়
পরিচয়পত্র অথবা পাসপোর্টের এর
ফটোকপি জমা দিতে হবে
(প্রবীণ ব্যক্তি ও বৈধ অভিভাবকের)। জাতীয় পরিচয়পত্র
বা পাসপোর্ট না থাকলে জন্মনিবন্ধনের
ফটোকপি জমা দিতে হবে।
কোনটিই যদি না থাকে
তাহলে থানায় জিডি করে, জিডির
১টি ফটোকপি প্রদান করতে হবে।
- প্রবীণ
ব্যক্তি সম্পর্কিত যাবতীয় সকল ইনস্ট্রাকশন, তথ্য
ও জরুরী বিষয়সমূহ রেজিষ্টেশন ফর্মে লিখিত আকারে প্রদান করতে হবে।
- যাবতীয়
মেডিকেল টেস্টের কাগজপত্র, নিউট্রিশন চার্ট, ফিজিওথেরাপি চার্ট আপডেট প্রেসক্রিপশন (স্পেশালাইজড ডাক্তারের হতে হবে), মেডিকেল
হিস্টোরি (সেবাগ্রহীতা বা অভিভাবক নিজ
হাতে লিখে স্বাক্ষর করে
দিবেন) ।
- অ্যাক্রো
প্রবীণ নিবাসের রেজিষ্ট্রেশন ও ভেরিফিকেশন ফর্ম
প্রবীণ ব্যক্তির বর্তমান আবাসস্থল থেকে অ্যাক্রো প্রবীণ
নিবাসের টিম পূরণ করে
আনবে।
- ভর্তির
সময় সঙ্গে আনা জিনিসপত্রের তালিকা
দিতে হবে।
- পূর্বের
সেবা গ্রহণের স্থানের কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে।
ফোন
নাম্বারঃ +০২ ২২৬৬০০৫৪৬ (সকাল ৯-সন্ধ্যা ৬), ০১৩১৫৬৩৫৩২৫
(জরুরি)